মোঃ ইলিয়াস মোল্লা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেলওয়ে কে ধন্যবাদ জ্ঞাপন করছে উত্তরবঙ্গের জনগণ ও দৃষ্টি আকর্ষণ করছে। দেখা গেছে উত্তরবঙ্গের প্রায় খেটে খাওয়া মানুষগুলো ঢাকায় এসে কর্মসংস্থানের জন্য এবং পাশাপাশি গাজীপুর এসে কর্ম করে কেটে খাচ্ছে প্রায় উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ। অতএব উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ৪ টি আন্তঃনগর মিটারগেজ ট্রেন যেমন লালমনি, রংপুর, কুড়িগ্রাম, ও সদ্য শুভ উদ্বোধনকৃত বুড়িমারি এক্সপ্রেস। এই চারটি ট্রেনের আন্তঃনগর ট্রেনের মধ্যে জয়দেবপুর জংশন স্টেশনে মাত্র একটি ট্রেন যাত্রা বিরতি করে যাচ্ছে লালমনি এক্সপ্রেস। সেই দিক লক্ষ্য করে জয়দেবপুর জংশনে উত্তরবঙ্গ হতে রাজধানীর উদ্দেশ্য ছেড়ে যাওয়া ৪ টি মিটার গেজ ট্রেন এর মধ্য থেকে আরেকটি ট্রেন যেন যাত্রা বিরতি দেওয়া হয় সেই বিষয়ে আকুল আবেদন জানাচ্ছি উত্তরবঙ্গ ও গাজীপুরবাসী।আজকে সদ্য উদ্ভোধন করা হয়েছে বুড়িমারী এক্সপ্রেসে ট্রেনটি এই নিয়ে উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী চারটি ট্রেন এর মধ্যে আরো যেকোন ১ টি ট্রেন যেন জয়দেবপুর জংশন স্টেশনে যাত্রা বিরতি দেয়। সেই জন্য বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছে জয়দেবপুরবাসী।
এই বিষয়টি আমরা সকলেই জানি যে উত্তরবঙ্গের প্রায়ই ৩০% লোকজন জীবিকার তাগিদে গাজীপুর জেলার বিভিন্ন গার্মেন্স শিল্পের সঙ্গে জড়িত থেকে আয়-রোজগার করে দিনাতিপাত করে।
সুতরাং এসব মানুষের কথা বিশেষ ভাবে বিচার -বিবেচনা করে গাজীপুর জেলার বৃহত্তর রেলওয়ে জংশন স্টেশন জয়দেবপুরে আর ও ১টি আন্তঃনগর রংপুর /কুড়িগ্রাম / বুড়িমারী এক্সপ্রেসের যে কোন ১টি ট্রেন যাত্রা বিরতি প্রদানকরা হোক।
তাহলে অবহেলিত উত্তরবঙ্গের খেটে খাওয়া মানুষ গুলো অনেক উপকৃত হতো এছাড়া কমখরচে ও নিরাপদে যাতায়াতের মাধ্যম হতো।
প্লিজ,সকলের মন্তব্য এ ব্যাপারে লিখে জানান
এবং পোস্ট টি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন।
সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করছে বাংলাদেশ রেলওয়ে কে।