মোঃ আব্দুস সালাম
১২জুলাই শুক্রবার ভোররাতে বৃষ্টিতে ঢাকায় রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে ডুবে গেছে। এছাড়া রাস্তায় অনেক গাড়ি বিকল হয়ে পড়ে ।
প্রতি বছর সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করে ও জনগণ জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না । দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে রাজধানী ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
বর্তমানে দুই সিটি কর্পোরেশনের পরিকল্পনা উন্নয়নে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ কাছে আসেনি।
জলাবদ্ধতার সমস্যা নিরসনে ঢাকার দুই সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ ও পরিকল্পনা নিতে হবে বলে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা এবং সাধারণ জনগণ মনে করেন ।