বড়াইগ্রাম উপজেলা তিনটি অধিদপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্থদের সহয়তা

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক ও লিল্লাহি বোডিং, এতিমখানা চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। পরে বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে সরকারি বরাদ্দকৃত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইসিস এবং জন্মগত হৃদরোগের ২৫জন রোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে পাঁচটি এ্যাসিসটিভ ডিভাইস (হুইলচেয়ার) বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,সমাজসেবা কর্মকর্তা এম রেজাউল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সাংবাদিক সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *