জন্মভূমি নিউজ ডেক্স
(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা প্রতারক সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা ও সিটিটিসির সমন্বয়ে গঠিত একদল পুলিশ। গত মঙ্গলবার রাতে সিলেট মেট্রোপলিটন এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহাগ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মোবারকপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। বুধবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার আক্তার হোসেন।
তিনি ব্রিফিংয়ে জানান, জিজ্ঞাসাবাদে সোহাগ জানান তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। ২০১১ সালে কাজের জন্য বিদেশ যান ও ২০১৮ সালে দেশে আসেন। পরে এলাকার ১২ জন লোককে পর্তুগাল পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৮-১০ লাখ করে টাকা নিয়ে তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হন। টাকা ফেরত না দিতে পেরে সোহাগ ভারতে পালিয়ে যান। ফিরে এবার তিনি হ্যাক্যার হওয়ার চেষ্টা করেন। ডার্ক ওয়েবের হিটম্যান নেটওয়ার্ক সাইটে প্রবেশ করার পর সোহাগ ভারতীয় একটি গল্প পড়েন, যাতে হত্যার হুমকি দিয়ে তথ্য বিনিময়ের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা রয়েছে। একই আঙ্গিকে ব্যারিস্টার সুমনের কাছ থেকে অর্থ আত্মসাতের পরিকল্পনা করেন সোহাগ।
সোহাগ চুনারুঘাট থানার ওসির সঙ্গে সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সুমনের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করেন। ব্যারিস্টার সুমনকে সোহাগ জানান, ৪-৫ জনের একটি দল তাকে (সুমন) হত্যার মিশনে নেমেছে এবং দলটির ব্যাপারে তার (সোহাগ) কাছে তথ্য রয়েছে।
সোহাগের উদ্দেশ্য ছিল, হত্যা মিশনের তথ্য দিয়ে সুমনের কাছে মোটা অংকের অর্থ দাবি করবেন। কিন্তু ঘটনা শুনে সুমন নিজেই ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে প্রতিকার চান। যা ভাইরাল হয়। এতে ভয় পেয়ে সোহাগ ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান। মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সিটিটিসি ঢাকার সমন্বয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বিশেষ অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে।