গোদাগাড়ীতে দুই নাইট কোচের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত হয়েছে ১২ জন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃবানি ইসরাইল হিটলার
সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপড়া এলাকায় দুটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস এবং ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ ।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার রাত আনুমানিক ১১টার সময়।

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপড়া-অভয়া এলাকায় ,এ ঘটনা ঘটে।
নিহত দুজন বাস দুটির চালক ছিলেন।
তারা হলেন— রতন সূত্রধর (৫১) ও আসাদুল হক (৩২)। আসাদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। আর রতনের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।

গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহণের একটি বাস।

মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহণের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মদিনা ট্রাভেলসের চালক আসাদুল হক ও হানিফ পরিবহণের চালক রতন সূত্রধর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ১২ জনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *