এসডিজি’র কাঙ্খিত সাফল্য অর্জনে কাজ করছে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দল।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বাঘা উপজেলা প্রতিনিধি।

বাংলাদেশে বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার, কিশোরীদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করন, সকল প্রকার নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ এবং সুখী ও সমৃদ্ধশালী জাতি গঠনের ক্ষেত্রে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির স্বপসারথি কিশোরী দলের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পাশাপাশি এসডিজি ৫ নং লক্ষমাত্রা – জীবনের সকল ক্ষেত্রে নারী ও মেয়েদের বাস্তব ও টেকসই লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, নারী ও মেয়েদের সকল প্রকার সহিংসতা দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বপসারথি দলের চলমান কার্যক্রম এসডিজির কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে উদাহরণ সৃষ্টি করেছে।

শনিবার (২৯ জুন) সকাল ৯ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বহ্নিশিখা ইউএন উইমেন এর সহযোগিতায় রাজশাহী গ্রান্ড রিভারভিউ হোটেলে এ উপলক্ষে আন্তঃপ্রজন্মকে শক্তিশালীকরন এবং অন্তর্ভুক্তিমুলক নারী আন্দোলন শীর্ষক বিভাগীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠানে স্বপ্ন সারথি দলের সদস্যরা অংশগ্রহন করে বাল্যবিয়ে মুক্ত জীবন গঠন এবং এসডিজি ৫ নং লক্ষমাত্রা বাস্তবায়নে ব্র্যাক কর্তৃক তাদের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।

বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে স্বপসারথি দলের কার্যক্রমকে স্বাগত জানান এবং ব্র্যাককে ধন্যবাদ প্রকাশ করেন। একই সাথে বাল্যবিয়ে প্রতিরোধের আন্দোলন জোরদার করতে সম্মিলিত ভাবে এডভোকেসি আন্দোলন, মাঠ পযার্য়ের আন্দোলন এবং শক্তিশালী নেটওয়ার্ক তৈরির উপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড কমিটি সম্পাদক রেখা সাহা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রাজশাহী (ক্রাইম) সাবিনা ইয়াসমিন, ইউএন উইমেন বাংলাদেশ প্রতিনিধি, স্বপসারথি সদস্য রিমি আক্তার, জুলিয়া, মনিরা,তুহিনা,সুরভি খাতুন। অনুষ্ঠানে অফিসার( সেলপ) মোঃ মোমিনুল ইসলাম, মোঃ মাজেদুল ইসলাম রহমান সহ বিভিন্ন স্টোক হোল্ডার, সাংবাদিক, শিক্ষক, জেলা কমিটির সদস্যগন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *