মোহনপুরে শতফুল বাংলাদেশ এনজিওর কৈশোর মেলা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধ
রাজশাহী মোহনপুর উপজেলার শতফুল বাংলাদেশ কৈশোর কর্মসূচী কিশোর- কিশোরদের অংশগ্রহনের শতফুল বাংলাদেশ এর আয়োজনে পল্লী কর্ম ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় কৈশোর মেলা অনুষ্ঠিত হয়।

আজ ২৯ শে জুন শনিবার বিকাল ৪ টার সময় জাহানাবাদ শতফুল বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে কৈশোর মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য,সাংস্কৃতিক,ক্রীড়া,
অন্যান্য,সচেতনমূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।

বিশেষ অতিথি ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী,সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাগর আহমেদ,ঝিনাইদহ মহিলা সরকারী কলেজের অধ্যাপক হারুনুর রশিদ।
সার্বিক তত্বাবধানে ছিলেন জাকির হোসেন বকুল।

সমাজ সেবায় অবদান রাখায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী,বিশিষ্ট ক্রীড়া সংগঠক শমসের আলী,গুণী শিল্পী শিউলী আক্তার, সাংবাদিকতায় মুত্তাকিন আলম সোহেল কে ক্রেস দিয়ে সংবর্ধনা ও কিশোর-কিশোরীর ক্লাবে খেলা ধূলার সামগ্রী এবং বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মাঝে ও পুরুষ্কার বিতরণ করেন।

বক্তব্যে প্রধান অতিথি কিশোর- কিশোরীদের উদ্দেশ্যে বলেন,খেলাধূলা এবং পড়াশুনার প্রতি গুরুত্ব দিতে হবে,শিক্ষার্থীরা অকালে যেন ঝরে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আল্দোনল গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *