কালাই প্রতিনিধি: সুকমল চন্দ্র বর্মন।
জয়পুরহাটের কালাই উপজেলা হিসাবরক্ষণ অফিসের আয়োজনে ১৩ই মে ২০২৪ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা হিসাব রক্ষণ অফিসার প্রতুল কুমার মন্ডলের সভাপতিত্বে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১২ ই মে হতে ১৪ মে মঙ্গলবার (তিন দিনব্যাপী) পর্যন্ত বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত। অন্যন্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুনচন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র,উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, ওসি এল এসডি শফিউর রহমান। এ সময় উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মচারীগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ
উপস্থিত ছিলেন।