( মোঃ নুরুল আলম, বার্তা সম্পাদক )
আসসালামু আলাইকুম ও শুভকামনা, বান্দরবান জেলা অবঃপ্রাপ্তঃ সশস্ত্র বাহিনী সংগঠনের ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বান্দরবান পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বান্দরবান জেলা রেডক্রিসেন্ট এর সেক্রেটারি,বাবু অমল কান্তি দাশ। অবঃপ্রাপ্তঃ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনরারি ক্যাপ্টেন মোঃ আবুল কাশেম বীর প্রতীক, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার অংচমং মার্মা,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শেখ ফরিদ,অবঃ, সার্জেন্ট কাজী মোঃ আজিজ উদ্দিন, অবঃ ল্যাঃ কর্পোঃ মোঃ নুরুল আলম সহ বান্দরবান জেলার অবঃপ্রাপ্তঃ সদস্যবৃন্দ। দীর্ঘদিন পর বান্দরবান জেলায় সশস্ত্র বাহিনীর অবঃপ্রাপ্তঃ দের একটি সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।উক্ত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন। আহ্বায়ক সিনিয়র ওয়াঃ অফিসার অংচমং মার্মা, সদস্য সচিব সার্জেন্ট কাজী মোহাম্মদ আজিজ উদ্দিন,অর্থ সম্পাদক সার্জেন্ট মোঃ আজিজ উল্লাহ, সদস্য ১. ল্যাঃ কর্পোঃ মোঃ নুরুল আলম,লামা। ২.সার্জেন্ট মংশানূ মার্মা। ৩.সার্জেন্ট মংহাইনু মার্মা, ৪.সার্জেন্ট আশিস চৌধুরী, উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করায় বান্দরবান পৌরসভা আওয়ামী লীগ সভাপতি বাবু অমল কান্তি দাশ মহোদয়কে। অবঃপ্রাপ্তঃ সকল সদস্যদের পক্ষ হইতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।