(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রামে ডালি ও বস্তা পদ্ধতিতে লতা জাতীয় সবজি চাষ বিষয়ে কৃষক – কৃষাণী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
বৃহস্পতিবার সকালে উপজেলা নগর ইউনিয়নের বাটরা,নগর এলাকায় ডালি ও বস্তা পদ্ধতিতে ও লতা জাতীয় সবজি চাষের মতবিনিময় সভা, সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, সাংবাদিকসহ কৃষক – কৃষাণী প্রমুখ। প্রোগ্রাম শেষে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন পাঙ্গীয়ার দিঘী,নগর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ চত্বরে এসে বিদায় নেন।
#
আজ তারিখ
২০-৬-২০২৪ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com