নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে প্রায় তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। চাপাতির আঘাতে আঙুল কেটে, গরুর লাথি ও শিংয়ের আঘাতে এদের অধিকাংশ আহত হন। আহতদের প্রায় সবাই ‘মৌসুমী কসাই’ বলে জানা গেছে।
আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত প্রায় ১৫০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ জন রোগী।
কোরবানি করতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে আহত হয়েছেন অনেকে। অনেকের হাত-পায়ের রগ কেটে গেছে।
আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আমান সাংবাদিকদের বলেন, কোরবানির পশু কাটাকাটি করতে গিয়ে রাজধানী বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় দেড়শ জন চিকিৎসা নিয়েছেন।
তিনি জানান, আহতদের তাদের বেশিরভাগকেই সেলাই দিতে হয়েছে। এরমধ্যে ডেমরার সারুলিয়ার মো. বাবুলকে (৫৫) ভর্তি করা হয়েছে।
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর লাথি খেয়ে ও মাংস কাটার সময় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অনেকে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টার মধ্যে ১৫০ জন কোরবানির গরু জবাই ও গোশত কাটতে গিয়ে আহত হয়ে চিকিৎসা নেন।