মোঃ ইলিয়াস মোল্লা
#প্রশ্ন_১: SSC সার্টিফিকেট নাই, মার্কশিট দিয়ে কি আবেদন করা যাবে❓
#উত্তর_১: মার্কশিট দিয়ে আবেদন করা যাবে।
#প্রশ্ন_২: কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে কি আবেদন করা যাবে❓
#উত্তর_২: যাবে না। তবে দাখিল পাস থাকলে আবেদন করা যাবে।
#প্রশ্ন_৩: নিজ জেলা ব্যাতিত অন্য জেলায় ভর্তি হওয়া যাবে❓
#উত্তর_৩: হা যাবে। প্রার্থীরা তাদের পছন্দ অনুসারে দেশের যেকোন জেলায় ভর্তি হতে পারবে। কোন বাধ্যবাধকতা নাই।
#প্রশ্ন_৪: NID Card ছাড়া কি আবেদন করা যাবে❓
#উত্তর_৪: NID Card না থাকলে, জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে।
#প্রশ্ন_৫: কোন বয়সসীমা আছে কি❓
#উত্তর_৫: আবেদনকারীর বয়স ১৭-৫০ বছর এর মধ্যে হতে হবে। অর্থাৎ ১৭ বছরের কম ও ৫০ বছরের বেশি বয়সের কেউ আবেদন করতে পারবে না।
যাদের বয়স ৫০+ ও যাদের SSC সার্টিফিকেট নাই, তারা বিকল্প হিসেবে স্ত্রী, পুত্র, কন্যা বা পরিবারের কাউকে ভর্তি করাতে পারবেন।
#প্রশ্ন_৬: আমি কখনো কোন ফার্মেসীতে কাজ করিনি ও এই বিষয়ে কোন অভিজ্ঞতা নাই, একেবারেই নতুন। আমি কি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারব❓
#উত্তর_৬: জি আপনি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন। তবে ভর্তির জন্য ড্রাগ লাইসেন্সের ফটোকপি ও প্রত্যায়নপত্র লাগবে। সেটা পরিচিত কোন ফার্মেসী থেকে ম্যানেজ করবেন। সেটা যেকোন জেলার হলেই হবে।
#প্রশ্ন_৭: ১টি ড্রাগ লাইসেন্স দিয়ে কয়জন ভর্তির আবেদন করতে পারবে❓
#উত্তর_৭: ১টি ড্রাগ লাইসেন্স দিয়ে প্রতি ব্যাচে “সর্বোচ্চ ৩ জন” ভর্তির আবেদন করতে পারবে।
#নোট: প্লিজ কেউ কপি করে অন্য কোথাও পোস্ট করবেন না। তবে অবশ্যই শেয়ার করতে পারবেন।
#C_Grade_Pharmacist #সি_গ্রেড_ফার্মাসিস্ট
#64_Batch_Admission #৬৪_ব্যাচের_ভর্তি
#New_Batch_Information #নতুন_ব্যাচের_তথ্য
#Important_Question #গুরুত্বপূর্ণ_প্রশ্ন