স্টাফ রিপোর্টার
ফুলের সজ্জিত শিক্ষাঙ্গন, সাথে বড়যাত্রীর মত অনেক লোকজন। দৃশ্যমান পেন্ডেল,বিদায়ী মঞ্চ, প্রথম দেখায় মনে হতে পারে কোন বিয়ের আয়োজন। তবে না, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষকের ৪০ বছরের শিক্ষকতার শেষ দিন উপলক্ষে বিদায়ের আয়োজন। এভাবেই প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন প্রাক্তন শিক্ষার্থীরা।
ময়মনসিংহ জেলার সদর উপজেলার আলালপুরে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী জামিন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই এর
অবসর জনিত বিদায় উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই রাজকীয় বিদায় দেওয়া হয়।
শনিবার (৮ জুন) এভাবেই বিদায় সংবর্ধনা দেয়া হয় তাকে।
ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ওমর আলীর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী সিয়াম হাসানের
এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার তফদার,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না আক্তার।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন তার বক্তব্যে- শিক্ষকের প্রতি এমন ভালবাসার প্রশংসা করে রাজকীয় বিদায় জানিয়ে একজন শিক্ষকের উপর এমন সম্মান প্রদশর্ন করায় প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠান থেকে বর্তমান শিক্ষার্থীদের কে শিক্ষা নেওয়ার আহবান জানান।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী আব্দুল হান্নান,ফরিদ উদ্দিন মাসুদ,আতিকুল ইসলাম, মাইজুল, ফজলে রাব্বি, সামি,করিম,শরীফ,কাউছার,রাকিব,রিয়াজ
,সিয়াম,ফাহাহাদ ও ইমনের সার্বিক তত্বাবধানে আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনায় অন্যান্যদের মাঝে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
প্রাক্তন শিক্ষার্থীরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে প্রিয় শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন এবং অনুষ্ঠান সফল করায় উপস্থিত প্রধান অতিথি ও সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থী আব্দুল হান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের স্যারদের জাকজমক করে বিদায় দিচ্ছি, আশা করছি তোমরাও তোমাদের স্যারদের এভাবেই বিদায় দিবে। তিনি তার বক্তব্যে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সু-সজ্জিত গাড়ি যোগে প্রিয় শিক্ষককে নিজ বাড়িতে পৌছে দেন প্রাক্তন শিক্ষার্থীরা।