গাছ লাগান পরিবেশ বাঁচান

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ ইলিয়াস মোল্লা
আজ নয় (০৯ ই জুন রোজ রবিবার ২০২৪ ইং।
আসুন আমরা সবাই একটি করে গাছ রোপণ করি।
গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচিয়ে রাখে এবং কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে আমাদের উপকার করে। তাই আসুন আমরা সবাই বছরে কমপক্ষে একটি হলেও ফলের গাছ লাগাই গাছ লাগানোকে হাদিস শরিফে উত্তম ইবাদত বলা হয়েছে। ইসলামি পরিভাষায় যাকে সদকায়ে জারিয়া বলা হয়েছে। প্রিয়নবী (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষর চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা খায়, তা তার জন্য সদকা, যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্যান্য পাখপাখালি খাবে, এসবই তার জন্য সদকা’- (বোখারি ও মুসলিম)। গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে প্রিয়নবী (সা.) আরো বলেন, ‘তুমি যদি নিশ্চিতভাবে জানতে পার যে, কিয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তার পরও তা লাগিয়ে দাও’- (মিশকাতুল মাসাবিহ)।

আসুন আমরাও বন্ধুমহলের প্রতিটি কাজে ও ব্যাক্তিগত নানা উৎসব ও উপলক্ষ্যে কমপক্ষে ৩ টি করে গাছের চারা রোপণ করি।

সৌজন্যেঃ

#সবুজায়ন বিষয়ক কার্যক্রম
#বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *