(স্টাফ রিপোর্টার রামবাবু বর্ম )
জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় ,জয়পুরহাট সদর সহ, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর ,ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
এ জেলাতে শুরু হয়েছে ইরি-বোরো ধান কাটা। জেলার মাঠে মাঠে এখন চলছে ধান কাটা-মাড়াইয়ের ধুম। চলতি মৌসুমে এ জেলায় ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক। তাদের অভিযোগ, এবার ধানের উৎপাদন খরচ অনেক বেড়েছে। পাশাপাশি বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে ধান বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না তারা।
কৃষকরা জানান, চলতি মৌসুমে সার-কীটনাশক ও শ্রমিকের দাম বেশি হওয়ায় বিঘাপ্রতি জমিতে তাদের খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে কাটারি, জিরা ও ষোলোসহ বিভিন্ন যাতের ধানের মণ জাতভেদে বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১১৫০ টাকা পর্যন্ত। এতে আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষক।