শখের বসে দার্জিলিং জাতের কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জয়নাল আবেদীন

কৃষি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব সংবাদদাতা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাও ইউনিয়নের টাংনব্রিজ এলাকায় জয়নাল আবেদীন নামে এক জন সরকারি চাকরি জীবি কমলার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন। তিন একর জমিতে প্রায় ৭০০শত গাছ লাগিয়েছেন তিনি এতে প্রায় ১০ লক্ষ টাকা বিক্রির আশা করতেছেন। জয়নাল আবেদীন বলেন আমি চাকরি করার সময় যখন চুয়াডাঙ্গা ছিলাম তখন আমি দেখি এই দার্জিলিং জাতের কমলা বাগান আমার খুব লাগে এবং আমি ভাবি আমাদের উত্তর বঙ্গে কমলা চাষ করলে কেমন হয় ওখান থেকে শখের বসে চারা নিয়ে আসি। কিন্তু এখন দেখতেছি আমাদের উত্তর বঙ্গে কমলা ভালো চাষ হয়। গত বছর ফলন ভালো না হলেও এবার ভালো ফলন ধরেছে গাছে। তবে তিনি শুধু নিজেই নয় কমলা বাগানে কর্মস্হাথানে সৃষ্টি করেছেন ৭জন যুবক এবং যুবতির। কমলা বাগানে কাজ করা এক যুবকের সাথে কথা বললে তিনি জনান, আমি আগে কখনো এই দার্জিলিং জাতের কমলা বাগান দেখিনাই কিন্তু আমি এখন এই কমলার বাগানে কাজ করতেছি বাসার পাশেয় এমন কাজ করেতেছি আমার খুবই ভালো লাগতেছে। কমলা বাগান দেখতে আশা মো: গোলাম রব্বানী ও মো: মামুন ইসলাম বলেন আমাদের বাসা পঞ্চগড় জেলায় আমরা শুনেছিলা এই জয়নাল আবেদীনের কমলা বাগান নাকি অনেকটা ভালো। কিন্তু আমরা আসে দেখি এতো সুন্দর একটা বাগান ধোকায় ধোকায় জুলছে এই কমলা আসলো আমার খুব ভালো লাগছে এই কমলা বাগান দেখে। কৃষি অফিসে দেওয়া তথ্যে মতে ঠাকুরগাঁও জেলায় ছোট বড় মিলে মোট ৭টি কমলার বাগান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *