নান্দাইলে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করায় যুবককে ৬ মাসের কারাদণ্ড

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চতুর্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা নির্বাচন চলাকালীন সময় নির্বাচন আচারবিধি ভঙ্গ ও অসৎ আচরন করায় এক জনকে ৬ মাসের কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম কাইয়ুম। সে নান্দাইল উপজেলার উপজেলার বাহাদুরনগর গ্রামের জহির উদ্দীনের পুত্র।

মঙ্গলবার দুপুরে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন চলাকালীন সময় নির্বাচন আচারবিধি ভঙ্গ ও অসৎ আচরন করায় তাকে এই দন্ড প্রদান করেন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সংক্ষিপ্ত বিচারিক আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময় উপজেলার কানারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালীন সময় জাল-ভোট প্রদান করার চেষ্টা করে নির্বাচনী আচারবিধি ভঙ্গ করার ও অসৎ আচরন করায় তাকে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

নান্দাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ জানান, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন চলাকলীন সময় নির্বাচন আচারবিধি ভঙ্গ ও অসৎ আচরন করায় কাইয়ুম নামের একজনকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো সমস্যা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কাইয়ুম নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩-এর বিধি ৭২ ধারায় তাঁকে ওই সাজা দেওয়া হয়। এ ছাড়া কোথাও কোনো সমস্যা পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *