বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোর বড়াইগ্রামের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে নাটোর ০৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, শনিবার সকালে স্থানীয় একটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন বড়াইগ্রাম উপজেলায় একজন ছাড়া প্রত্যেকেই দুর্নীতিবাজ সাংবাদিক। এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ক্ষুব্ধ হন তারা। একজন দায়িত্বশীল পদে থেকে ঢালাওভাবে সবাইকে দুর্নীতিবাজ বলে সংসদ সদস্য সাংবাদিকতা পেশার অপমান করেছেন। দ্রুত এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানান সাংবাদিকরা। মানববন্ধনে বড়াইগ্রাম উপজেলা সহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
আজ তারিখ
২৬-৫-২০২৪
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com