তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। কেউ হিটস্টোকে আক্রান্ত হলে তাকে প্রাথমিকভাবে কী কী সেবা প্রদান করতে হবে, তীব্র তাপদাহের সময় কী কী করতে-এসব বিষয়ে জনসচেতনা বাড়াতে হবে। এ জন্য গণমাধ্যমে প্রচার, মাইকিং, সভাসহ সামাজিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান কামরু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ইউনিসেফ রাজশাহী-রংপুর বিভাগের প্রধান এএইচ তৌাফিক আহমেদ, সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কর্মকর্তা মনজুর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ বিভিন্ন সরকারি অফিস/সংস্থার প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ। সঞ্চালনা করেন রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *