স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বানিহারা উত্তর পাড়ার মোঃ তারেক রহমান এর ৩ বছর বয়সের শিশু তামীম ২২ শে মে ২০২৪ সকাল আনুমানিক ৮.৪৫ মিনিটে তার বাড়ীর পাশে পুকুর পাড়ে বৃষ্টির পানিতে সহ পাঠিদের সাথে খেলতে যায় এ সময় রিমঝিম বৃষ্টির মাঝে আনন্দ উল্লাসে খেলছিলেন তামিম। গ্রাম সূত্রে জানা গেছে উক্ত গ্রামের গং এর পুকুরের পাশে অবস্থিত, বাড়ীর পানি নিষ্কাসনের জন্য পুকুরের দিকে সিমেন্টের কালভার্টের উপরে উঠে মজা করে লাফা লাফীর এক ফাকে কালভাট থেকে পা পিঁচলে কচরিপানা পুকুরে শিশুটি পড়ে যায়। তারপর খেলার সহপাঠিদের চিৎকারে আশে পাশের লোকজন উপস্থিত হয়ে তারা এবং কালাই ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহা আলম এর নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা দূর ঘটনা স্থলে উপস্থিত হয়ে পুকুরে পড়া অসুস্থ শিশুকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্য কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাঃ রেজাউল করিম উক্ত শিশুকে মৃত্যু বলে ঘোষণা করেন।