সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
৫ জুন চতুর্থ ধাপে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। সোমবার (২০ মে) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় চূড়ান্ত প্রার্থীদের। এবারের নির্বাচনে তিন পদে মোট ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন।
জানা যায়, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.মোঃ লায়েব উদ্দীন (লাভলু) ও আনারস প্রতীক নিয়ে রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রোকনুজ্জামান (রিন্টু) একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মোকাদ্দেস, বই প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কারুজ্জামান (নিপ্পন) ও টিউবওয়েল প্রতীকে হাফেজ মাওলানা মোঃ মেহেদী হাসান (মিনার) নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ ফাতেমা খাতুন(লতা), প্রজাপতি প্রতীকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহানা দিল আফরোজ(রুমি) ও ফুটবল প্রতীকে উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোসাঃ রিনা খাতুন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, বাঘা উপজেলা নির্বাচনে আগামী ৫’ই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩ জন। এর মধ্যে ৮৩ হাজার ০০৭ পুরুষ এবং ৮২৬৫৬ হাজার ৬৫৬ জন মহিলা ভোটার রয়েছে।