জন্মভূমি নিউজ ডেক্স
০১। প্রশ্ন : বাংলাদেশে বাঙালি ছাড়াও আর কোন ধরনের মানুষ বাস করে?
উত্তর : ‘এই দেশ এই মানুষ’ নামক প্রবন্ধে বাংলাদেশের নানা ধরনের মানুষের পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে।
বাংলাদেশে বাঙালি ছাড়াও আর যারা বাস করে: আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের জন্মভূমি আমরা বাঙালি। এছাড়াও এদেশে নানা ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। যেমন চাকমা, গারো, সাওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। এসব মানুষের রয়েছে নিজস্ব ভাষা ও নিজস্ব সংস্কৃতি।
০২। প্রশ্ন : বাংলাদেশের গৌরব কিসে?
উত্তর : ‘এই দেশ এই মানুষ’ নামক প্রবন্ধে বাংলাদেশের নানা ধরনের মানুষের জীবন-যাত্রার পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে।
যার মধ্যে বাংলাদেশের গৌরব: আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের জন্মভূমি আমরা বাঙালি। সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছাড়াও এদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে চাকমা, গারো, সাওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি ধরনের মানুষ। এদের নিজস্ব ভাষা রয়েছে। তাদের জীবনযাপন, আনন্দ-উত্সবেও রয়েছে নিজস্বতার পরিচয়। কিন্তু সবাই বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাকে ভালোবাসে মায়ের মতো করে। জীবনচিত্রে ভিন্নতা থাকলেও সবাই দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ। যা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অসামপ্রদায়িক রা হিসেবে সুখ্যাতি এনে দিয়েছে। আর এখানেই আমাদের গৌরব।
০৩। প্রশ্ন : বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?
উত্তর : ‘এই দেশ এই মানুষ’ নামক প্রবন্ধে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উত্সবের পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবের নাম: আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের জন্মভূমি আমরা বাঙালি। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। আমাদের দেশে রয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তাছাড়াও রয়েছে কিছু জৈন ধর্মের মানুষ। এসব ধর্মের মানুষগুলো তাদের ধর্মমত অনুযায়ী ভিন্নভাবে জীবনযাপন করে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা উত্সবমুখর ভাবে উদযাপন করে। বাংলাদেশের ধর্মীয় উত্সবগুলোর মধ্যে রয়েছে মুসলমানদের ঈদ, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ইস্টার সানডে, বড়দিন ইত্যাদি। এছাড়াও বাঙালির ‘পহেলা বৈশাখ’ ও ক্ষুদ্রজাতির লোকদের ‘বৈসাবি’ তো আছেই।
০৪। প্রশ্ন : দেশকে কেন ভালোবাসতে হবে?
উত্তর : যে কারণে দেশকে ভালোবাসতে হবে: আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ আমাদের জন্মভূমি আমরা বাঙালি। জন্মের পর এদেশের আলো বাতাস নিয়ে আমরা বেঁচে আছি। এ কারণে দেশকে ভালোবাসতে হবে। মা আমাদের পরম স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন। সে কারণে আমরা মাকে জীবন দিয়ে ভালোবাসি। মায়ের মতো দেশও আমাদের নানাভাবে বাঁচিয়ে রেখেছে। তাই মায়ের মতো দেশকেও ভালোবাসতে হবে আমাদের জন্মভূমিকে