মোঃ ইলিয়াস মোল্লা
আজ ষোল (১৬ ই মে) ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটার ঘটিকার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মুরকোন মাস্টারপাড়া নামক এলাকায় মোহাম্মদ লিচু মিয়ার পলিথিনের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এই অগ্নিসংযোগ এর ঘটনায় লিচু মিয়ার গোডাউনে ভিতরে থাকা মালামাল পড়ে বশীভূত হয়ে যায়। এতে করে লিচু মিয়ার বিরাট ক্ষয় ক্ষতি হয়। এবং এই অগ্নিসংযোগের ঘটনায় আশেপাশের জোট গোডাউন গুলোতেও আগুন লেগে বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় এবং পরে ৯৯৯ নাইনে এবং মোবাইল ফোনে যোগাযোগ করলে পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ এবং টঙ্গী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং রাত প্রায় পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এখানে একটা দুঃখের বিষয় যে ফায়ার সার্ভিস এসে গাড়ি ঢোকানোর মতো রাস্তার কোনো ব্যবস্থা নেই পানির কোন ব্যবস্থা ছিল না এমতাবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টসাধ্য হয়ে পড়ে। অতএব এলাকাবাসীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা বাচুন দেশকে বাঁচান জনগণকে বাঁচিয়ে রাখুন রাস্তাঘাট প্রশস্ত করতে এগিয়ে আসুন মিল ফ্যাক্টরি ও কল কারখানার আশেপাশের পানির ব্যবস্থা রাখুন। আপনার আমার সম্পদ নিরাপদে রাখতে সতর্ক দৃষ্টি রাখুন।
তারপর এক ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় এই আগুনের সূত্রপাত কোথা থেকে করতে পারে। এবং এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় পাশে থাকা ডেসকো বিদ্যুতের খাম্বা ও তাদের অবহেলা কারণ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।
আসলে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি কোথা থেকে এই আগুন লাগতে পারে।
কেউ কেউ বলেন যে গোডাউনের শর্ট সার্কিট থেকেও এ ঘটনা ঘটতে পারে। সর্বোপরি কথা হচ্ছে তদন্ত না করে কিছুই বলা যাবে না আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত কমিটি গঠন করে ঘটনা তদন্ত করার পর বলা যাবে আসলে ঘটনা কি।