রতন মাস্টার (রাজশাহী)মোহনপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রাজশাহী মোহনপুর উপজেলায় ডিসেমেনিশন অফ নিউ কারিকুলাম স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ের নতুন কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক শিক্ষকদের অকুপেশনাল স্কিল কোর্স প্রশিক্ষন আরম্ভ হয়েছে।
মোহনপুরে উপজেলা ভিত্তিক সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪,ও ৫ দিন ব্যাপি জীবন ও জীবিকা জুন (১০-১৪) ২০২৪,এবং ডিজিটাল টেকনোলজি বিষয়ে প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্ক (১০-১৩) জুন প্রশিক্ষন চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জীবন ও জীবিকা বিষয়ক শিক্ষকবৃন্দের প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন বগুড়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হারুনর রশীদ,শাহনাজ বানু,আনোয়ার হোসেন,সনতি হাসদা,আইসিটির প্রশিক্ষক,ওবাইদুর রহমান, মোশাররফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার, ও একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।