স্টাফ রিপোর্টার
রাম বাবু বর্মন
জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৬ই মে ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে “গানে গানে সুরে সুরে” তোমাকেই খুঁজছে বাংলাদেশ এ স্লোগান সামনে রেখে দ্বিতীয় দিন, সারাদিন ব্যাপি জেলা শিল্পকলা একাডেমীর সংগীত শিল্পী সানন্দা ধর অর্পিতা ও পিউলি ধরের সঞ্চালনায় দ্বিতীয় দিন গান গেয়ে শুরু হয় কন্ঠস্বর সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি সালেহীন তানভীর গাজী, এডিসি রেভিনিউ সবুর মিয়া, কালাই উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত, জেলা শিল্পকলা একাডেমীর জেনারেল কালচারাল অফিসার মহাতাব হোসেন, সহকারী কমিশনার ভূমি (কালাই) আবিদা সিফাত, জেলা সহকারী কমিশনার এক্সিউটিভ ম্যাজিস্টেড আব্দুল রউফ। কন্ঠস্বর যাচাই বাছাই বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর এরফান হোসেন, সংগীত শিল্পী জাতীয় রবিন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সংগীত শিল্পী ফেরদৌস আরা লিপি, জাতীয় পুরষ্কার প্রাপ্ত লোক সংগীত বিজয়ী কালাই উপজেলা শিল্প সংঘের শিল্পী এমরান খান ও বাউল গানের শিল্পী কিরণ কণ্ঠস্বর প্রতিযোগিতা বিজয়ের ফলাফর ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও কালাই ইউএনও মহোদয় এবং উপস্থিত অতিথি বৃন্দের মাধ্যমে বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড বিতরন করা হয়।