নিজস্ব প্রতিবেদক
দুর্গাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর উপজেলা হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শামীম আহমেদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও রিটার্নিং অফিসার, কল্যাণ চৌধুরী,সিনিয়র জেলা নির্বাচন অফিসার,শাহিনুর ইসলাম প্রামাণিক,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম প্রমুখ।
এ উপজেলায় আগামি ২১ মে মঙ্গলাবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯৩৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ টি আর নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ টি। এছাড়াও তৃতীয় লিংঙ্গ (হিজরা) ভোটার রয়েছে ১টি