মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় আজ ১৪ ই মে মঙ্গলবার উপজেলা হলরুমে বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসন এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বসতঘর (১জন),বাইসাইকেল (২ জন) এবং ছাত্র -ছাত্রীদের মাঝে প্রাথমিক পর্যায়ে (১০ জন),মাধ্যমিক পর্যায়ে (১০ জন) উচ্চ শিক্ষায় (২ জন) এর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:খন্দকার সাগর আহমেদ,উপজেলা প্রকৌশলী নূরনাহার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)প্রকৌশলী তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।