শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: বাদশা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃহালিম কাজী রাজশাহী
শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দক্ষ প্রশাসন এবং শিক্ষকরা শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

সোমবার সকাল ১০ টায় রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আয়োজিত নবীন বরণ ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। এখানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল খালেকের নেতৃত্বে দক্ষ ও অভিঙ্গ শিক্ষক মণ্ডলী নিরলস পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এখান থেকে বের হয়ে শিক্ষার্থীরা মানবিক গুণাবলী নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির অটাম ও স্প্রিং সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ ও ১০ টি বিভাগের অর্ধশত শিক্ষার্থীকে নগদ অর্থ, বই এবং সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা প্রফেসর আবদুল খালেক, উপাচার্য প্রফেসর বিধান চন্দ্র দাস, ট্রেজারার মো. আনসার উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুর রউফ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। নবীন ও মেধা পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সসেস আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইইই এবং সিএসই বিভাগের পোস্টার টি বেস্ট পোস্টার এওয়ার্ড অর্জন করায় ইউনিভার্সিটির পক্ষ থেকে দুই বিভাগকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২টি পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক ড. নূরে এলিস আকতার জাহান, ড. নাসরিন লুবনা, ড. আব্দুল কুদ্দুস ও হাসান ঈমাম সুইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *