স্টাফ রিপোর্টার
ব্যবসায়ীএনামুলকে প্রাণনাশের হুমকি দিযে টাকা লুট ও দোকানের জিনিসপত্র ভাঙচুর করেছে সন্ত্রাসীরা বলে সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পবা উপজেলার ইলেকট্রিক দোকানে। ব্যবসায়ী। ভুক্তভোগী মোঃএনামুল জানান, সন্ত্রাসীরা এসে আমার দোকানে বসে কথা বলছিলাম। এ সময় পূর্বপরিকল্পিতভাবে এলাকার শীর্ষ সন্ত্রাসী পিতামৃত হোসেন আলীর ছেলে রতন মিয়া আরো নাম না জানা দুইজন রতনের সহযোগী ও তাদের সহযোগী আরও ৪-৫ জন জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র চায়না ছুরি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা এবং ভাঙচুর চালিয়ে চলে যায় পরে পরে আমি দেখি আমার দোকানের এলজি টিভি ভাঙচুর করে আমার দোকানে থাকা ২৭ হাজার ৮২০ টাকা ছিনিয়ে নেয়াসহ মোবাইল ফোন ভেঙে ফেলে ওই সন্ত্রাসীরা।
পরে তার লোকজন এসে ওই ব্যবসায়ী এনামুল কে আসক্ত করে কিছু লোকজন আমরা তোমার বিচার করে দিব বলে তালবাহানা করতেই থাকে অবশেষে কর্ণহার থানায় সাধারণ ডাইরি করতে বিলম্ব হইল দয়া করে আমার খতি সাধন হইয়াছে আমি তাহার আইনগত ভাবে সঠিক বিচার চায় জনসাধারণ বলছে এই সন্ত্রাসীরা এরা এত শক্তি পায় কোথায় ।