অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য জানিয়েছে ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২০৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩৮ জন আহত হয়েছেন। এ নিয়ে তিন মাসের এই যুদ্ধে ২২ হাজার ১৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।
মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের সেনারা উত্তর গাজায় বেশ কয়েক জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। আর দক্ষিণ গাজায় বিমানবাহিনী ও ট্যাংকবহর হামলা জোরদার করেছে। মধ্য গাজায় ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।