মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে লালমনিরহাটের হাতীবান্ধায় (কাপ পিরিচ) প্রতিক প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু নির্বাচীত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) প্রতিক প্রার্থী মশিউর রহমান মামুন ।
আজ বুধবার সকাল আটটা থেকে শুরু হয়েছে এ ভোট গ্রহন কার্যক্রম বিকাল ৪টা পর্যন্ত চলে। হাতীবান্ধা উপজেলায় চারজন চেয়ারম্যান পদে প্রার্থী মধ্যে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন গোড়া মার্কায় সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু কাপ পিরিচ,মার্কায় শাহানা ফেরদৌসী সীমা আনারস মার্কায়,রেজাউল করিম মোটরসাইকেল মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এর মধ্যে( কাপ পিরিচ) প্রতিকে লিয়াকত হোসেন বাচ্চু পেয়েছেন ৩৪৯০৩ভোট (ঘোড়া) প্রতিকে মশিউর রহমান মামুন পেয়েছেন ৩৩৪৮১ ভোট। ১৪শত২২ ভোট বেশি পেয়ে লিয়াকত হোসেন বাচ্চু বেসরকারি ভাবে নির্বাচীত হন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন, আলাউদ্দিন মিয়া তিনি ভোট পেয়েছেন ২০২২৮. মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে (কলস) প্রতিকে প্রার্থী শারমিন সুলতানা সাথী ৪৬ হাজার ভোট পেয়ে জয়লাভ করেন।