বিএনপি জন বিছিন্ন দল নয় : চাঁদ

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি প্রতিবেদক,
রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে, বাউসা ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর আয়োজন করে।

এই বিভাগে আরো পড়ুন
গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ জরিপে গিয়ে অবরুদ্ধ ১০সার্ভেয়ার, মুচলেকায় মিলে ছাড়
বাঘায় মানব পাচার,বাল্যবিবাহ,দুর্যোগ ব্যবস্থাপনা ও লিগ্যাল এইড কমিটির সভা
বাগমারায় অবৈধ চিমনী ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, অর্থদন্ড দেড় লাখ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, বিএনপিকে ভয় পায় বলেই বিগত ১৫ বছরে আমাদের মাঠে নামতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামীলীগ। বিএনপির নেতা কর্মীদের নামে একের পর এক মামলা দিয়ে জুলুম অত্যাচার করেছে। নিজের কর্মফলে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়ে জন বিছিন্ন দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিএনপি জন বিছিন্ন দল নয়। একটি ইউনিয়নের জনসভার আয়োজনে জন সমুদ্র তার প্রমান করেছে। দলীয় নির্দেশনা মেনে নেতাকর্মীদের আগামীতে পথচলার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, চারঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বাঘা উপজেলা বিএনপির নেত্রী শাপলা খাতুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ।

এসময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার প্রমুখ।

পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *