মোঃফরহাদ হোসেন খলিল
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বিকেলে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।খবর নিয়ে জানা যার মটরসাইকেলটি আজ সকালে কেনা হয়৷ মঙ্গলবার (৭মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাহিদ হাসান কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো. মইজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নাহিদ হাসান সকালে একটি মোটরসাইকেল ক্রয় করেন। বিকেল সাড়ে ৫টার দিকে নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন। মোটরসাইকেল নিয়ে উপজেলার ফুলবাড়িয়া বাজারে যাওয়ার পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক হতে আসা গরুভর্তি একটি পিকাআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাহিদ হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈরের ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিত্রে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের কাছ থেকে জানা গেছে নাহিদ সকালে নতুন মোটরসাইকেল ক্রয় করে বিকেলে সেই মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন।এসআই সোহেল মোল্লা বলেন দ্রুতই পিকআপ ভ্যানটি আটক করা হবে