কালাই প্রতিনিধি : সুকমল চন্দ্র বর্মন।
জয়পুরহাটের কালাই উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে পহেলা মে ২০২৪ বুধবার সকাল ৯ টায় দুনিয়ার মজদুর,এক হও এক হও, এ স্লোগান সামনে রেখে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চত্বর থেকে পহেলা মে মহান আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বিশাল একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়। ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে ১লা মে মহান আন্তর্জাতিক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। আজকের এই দিবসের প্রতি লক্ষ্য রেখেযথাযথ নিয়মে সঠিকভাবে কাজ করার কথা বলেন এছাড়াও বলেন কোন শ্রমিকের সন্তান লেখাপড়ায় ভালো,খরচ বহন করতে পারছেন না, তার লেখাপড়ার খরচের টাকা আমি নিজে বহন করব।এরকম সন্তান থাকলে আমাকে জানাবেন। আপনাদের অন্যায় ভাবে কেউ ঝামেলায় ফেলাইলে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। সকল শ্রমিককে মিলেমিশে একসাথে কাজ করার পরামর্শ দিয়ে তিনিকথা বলা শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন সানাও অত্র উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ আরো অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ইমারত নির্মাণ শ্রমিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।