কালাই প্রতিনিধি: সুকমল চন্দ্র বর্মন।
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪ শে এপ্রিল ২০২৪ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উদ্ভোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত। এর পর অতিথিবৃন্দ উক্ত মেলার সাজানো যাকজমক পূর্ণ স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। তারপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়ের সভাপতিত্বে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ শে এপ্রিল হতে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তিনি সানসাইন, বারি ৮৬, মিউজিক, আগাম জাতের বিভিন্ন আলুর ফলন বিষয়ে আলোচনা করেন এছাড়াও কীটনাশক ও সার সঠিক পরিমানে প্রয়োগের কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ্র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, তিনি বক্তব্যে বলেন এই উপজেলায় আলুর কোল্ড স্টোর রয়েছে এগারোটি কিন্তু ফল ও সবজির হিমাগার নেই একটিও, অত্র উপজেলায় ফল ও সবজির হিমাগার বিশেষ প্রয়োজন বলে মনে করেন। সরকার কৃষকদের সুবিধার জন্য বিনামূলে বীজ সার প্রনোদনা প্রদান করেন এতে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়েই যাবে এ কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা ওসি ওয়াসিম আলবারী ও বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী। আলোচনা শেষে অতিথিদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার ১শত কৃষকদের মাঝে বিনামূলে উফশী—আউশ ধান রোপনের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। এসময় সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের কর্মচারীগণ, বিভিন্ন এলাকার কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।