স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪শে এপ্রিল ২০২৪ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত তিনি ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়ের সভাপতিত্বে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন পরিকল্পনার আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাই থানা অফিসার্স ইনচার্জ অসীম আল বারী , ও বীর মুক্তিযোদ্ধা বাবু মনিশ চৌধুরী সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা কৃষি অফিসের কর্মচারী বিভিন্ন এলাকার কৃষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।