স্টাফ রিপোর্টার: আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মেডিকেল কলেজ মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগেরৎ সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে দুই’শ জন দুঃস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে মাননীয় মেয়র বলেন, অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ করছে এজন্য তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি বলেন, প্রবাসীদের সহযোগিতায় দেশের অসহায় মানুষের জন্য কাজ করছে আল খায়ের ফাউন্ডেশন। দেশের নানা সংকটে
তারা অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ আল খায়ের ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার গোলাম সাঈদ, দৈনিক প্রতিদিনের
বাংলাদেশ রাজশাহী প্রতিনিধি রাজু আহমেদ, রামেক ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।