জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুরে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পূর্বপাড়া গ্রামের দামপাড়া নামক একটি সরকারি পুকুরে মাছ মারতে নেমে মনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃ ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সন্ধ্যায় ওই যুবকের মৃত দেহ উদ্ধার করে রাতেই মৃতের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। ‍মৃত মনোয়ার একই গ্রামের মৃ ত আফতাব আলীর ছেলে বলে জানা গেছে।

মনোয়ারের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, শুক্রবার সকাল দশটার দিকে ওই গ্রামের একটি সরকারি (খাস) পুকুরে কয়েকজন ব্যক্তির সাথে মনোয়ার হোসেন মাছ ধরতে নামেন। মাছ ধরা শেষ হলে অন্যান্যরা পুকুর থেকে উঠে গেলেও মনোয়ার পুকুরেই ছিলেন।

সন্ধ্যা ৬ টার দিকে মনোয়ারের মরদেহ পুকুরের এক কোনে ভাসতে দেখে স্থানীয়রা পরে তার স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তার তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় এবং স্বজন ও স্থানীয়দের প্রবল আপত্তির মুখে ময়না তদন্ত ছাড়াই পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।এ কারনে রাতেই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃ ত্যু মামলা (ইউডি মামলা) করা হয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *