স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম
বান্দরবান জেলার অন্তর্ভুক্ত লামা উপজেলা লামা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী গ্রামের বৌদ্ধবিহারে। আজ দুপুর ১.৫০: মিনিটে কারেন্টের তার থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। 999 এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে অবগত করেন। স্থানীয় লোকজন এলাকাবাসী পার্শ্ববর্তী আনসার ব্যাটালিয়ন ও লামা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ সকলে মিলে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। সে সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল, পৌর মেয়র জনাব মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জাহিদ উদ্দিন। নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মুজিব উদ্দিন। বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুর রব, মোঃ নুরুল আলম অবঃপ্রাপ্তঃ সশস্ত্র বাহিনী রাফা সোসাইটির সহ-সভাপতি, ফাঁসিয়াখালী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন মজুমদার, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন। সর্বশেষে বান্দরবান জেলার ফায়ার সার্ভিসের সহ পরিচালক জনাব পূর্ণচন্দ্র মুত্র সুদ্দি মহদয় সরজমিনে আগুনের সূত্রপাত তদন্ত করেন আগুন নেভানো সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে ফায়ার ইউনিট নিয়ে চলে যান।