জাবিতে পুরো ভর্তি পরীক্ষা জুড়ে ভর্তি-ইচ্ছুদের পাশে চট্টগ্রাম জেলা সমিতি

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আগত ভর্তিচ্ছুদের আবাসন সহায়তা,প্রয়োজনীয় তথ্য প্রদান, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ মালামাল গচ্ছিত রাখার মত ব্যাতিক্রমি কিছু কর্মসূচী পালন করে যাচ্ছে চট্টগ্রাম জেলা সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) হতে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা। শুরুর দিন হতেই বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সন্নিকটেই চট্টগ্রাম জেলা সমিতির উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তার মহৎ উদ্দেশ্যে অনন্য এ উদ্যোগ নেন তারা।

ভর্তিচ্ছু পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আসা এক শিক্ষার্থী রিয়াদ দৈনিক আমাদের জন্মভূমিকে জানান, প্রথম শিফটে পরিক্ষা, পরীক্ষার আগের দিনও জানতাম না কোথায় থাকবো। আবার সরাসরি অতদূর থেকে এসে পরিক্ষা দেওয়া সম্ভব ছিলো না। এমতাবস্থায় চট্টগ্রাম জেলা সমিতির ভাইদের সেবাটা ছিলো অকৃত্রিম, আজীবন মনে রাখার মতো।’

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা প্রতিবছরের ধারাবাহিকতায় এইবারও চট্টগ্রামের শিক্ষার্থীদের এবং অবিভাবকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। সকাল-সন্ধ্যা টেন্টে অবস্থান করে আমরা আমদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের এই সেচ্ছাসেবামূলক কাজে যারা অনুদান দিয়ে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আগামীতেও উনাদের পাশে পাবো।

পাচঁ দিন ব্যাপী এই সামাজিক এবং সেচ্ছাসেবী কাজের অনুপ্রেরণা দিতে আর্থিক অনুদান দিয়ে পাশে ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসির সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ‘এ বি এম মোকাম্মেল হক চৌধুরি’ এবং সিডিএম কোম্পানি লিমিটেড। সেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে থাকেন এই সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান এবং অন্যান্যরা।

উল্লেখ্য চট্টগ্রাম জেলা সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সেবা দিয়ে যাচ্ছে। শুধু পরিক্ষার্থীরা নয় বরং অভিভাবকরাও উপক্রিত হচ্ছে জেলা সমিতির এই বুথ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *