মোঃ ইলিয়াস মোল্লা
মফস্বল সম্পাদক
আজ ১০ ই এপ্রিল ২০২৪ ইং রোজ বুধবার । পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন রোডে ছেড়ে যাওয়া ট্রেনগুলো। আজ সকাল থেকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি রাইট টাইম নিয়েই ছেড়ে গেছে তবে যাত্রীদের আজ এক্সট্রা ছুটির দিন হিসেবে যাওয়ার কোন তেমন একটা চাপ হয়নি বা টিকেট পেতে কোন ব্যাঘাত পেতে হয়নি সবাই আরাম আয়েশার সাথে যেতে পেরেছে কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। এবং পশ্চিমাঞ্চলের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন গুলোর মধ্যে উত্তরবঙ্গের ট্রেনগুলো প্রায় মোটামুটি লেট টাইম নিয়েই ছেড়ে গেছে তবে যাত্রীদের ভিড় এর সংখ্যা ছিল খুবই কম এবং টিকেটের কোন ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। তবে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমবাঞ্চলের ঢাকা টু রাজশাহী বিভাগের ট্রেনগুলো তেমন বিলম্ব ছিল না মোটামুটি রাইট টাইম নিয়ে ছেড়ে গেছে তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে মোটামুটি যাত্রী ছিল বাট রাজশাহী থেকে ঢাকা আসার পথে সকল ট্রেনের মধ্যেই ভিড় এবং যাত্রী সংখ্যা ছিল খুবই কম এই বলে কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। ঢাকা টু খুলনা রোডে পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো মোটামুটি রাইট টাইম নিয়েই ছেড়ে গেছে যাত্রী সংখ্যা সীমিত কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। সেই সাথে আজ পবিত্র মাহে রমজানের ৩০ রমজান উপলক্ষে একদিন ছুটি বেশি হওয়াতে জনগণের বা যাত্রীদের বাড়ি যাওয়ার তেমন একটা ব্যাগ পোহাতে হয়নি কারণ ২৯ রমজান হিসেবে সকল গার্মেন্টস মিল ফ্যাক্টরি ছুটি হয়ে গিয়েছিল বিধায় সবাই ২৯ রমজান পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ভেবে অনেকে অনেক কষ্ট করে ট্রেন লঞ্চ বাস এবং খোলা ট্রাক পিক আপ ভ্যান ইত্যাদি নিয়ে সবাই অনেক কষ্ট করে চলে গিয়েছিল। এজন্য আজ রাস্তাঘাট এবং বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে একটু ভিড়ের সংখ্যা কম ছিল বিধায় সকালেই আশা করি ইনশাল্লাহ সবাই নারীর টানে বাড়ি ফিরতে ও যার যার ঈদ উদযাপন আর আনন্দ ভাগাভাগি করার জন্য যে যার গন্তব্য শান্তি ও আনন্দের সহিত পৌঁছাতে পেরেছেন ইনশাআল্লাহ। এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই সমাপ্তি ঘোষণা করছি (ঈদ মোবারক)।