বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান শাহী

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান শাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন বাগমারা উপজেলার মহিলা আওয়ামী লীগ নেত্রী ও স্কুল শিক্ষিকা খন্দকার শাহিদা আলম শাহী। ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতিমধ্যেই মানসিক প্রস্ততি ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিনিয়ত গণসংযোগ সহ প্রচার প্রচারণায় দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে বাগমারা উপজেলা বাসীর নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন সাহী।

সরেজমিন দেখা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাটে-ঘাটে চায়ের দোকানে যেখানেই লোক একত্রে হচ্ছে সেখানেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের আলোচনা, কে হচ্ছেন প্রার্থী। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পোস্টার, ফেস্টুন, ব্যানার, গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসির নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করে চলেছেন সাহিদা আলম সাহী।

তিনি তৃণমূল থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।

তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদা আলম শাহী বলেন, আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ও আমি বাগমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার সুযোগ দিবেন বাগমারা উপজেলাবাসি। সর্বোপরি এই কর্মজজ্ঞে আমি বাগমারা উপজেলার দলীয় নেতাকর্মী সহ সকলের দোয়া, আর্শিবাদ, পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *