স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ৪ঠা এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিলকিস বেগমের সভাপতি সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্ক্রীম ব্যস্তায়ন উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ ডক্টর হোসেন আলী, উপজেলা সহকারী প্রোগ্রামার ফয়সাল করিম সহ আরো অনেকেই। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি, গ্রাম পুলিশ সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
