নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

জন্মভূমি নিউজ ডেক্স
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত পারিবারিক মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কর্ণহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- জমসেদ আলী ও মো: হাসান আলী । জমসেদ আলী রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সরিষাকুড়ি গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে ও হাসান আলী একই থানার হুজরিপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে।

নগর পুলিশ জানায়, জমসেদ আলী ও মো: হাসান আলীর বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানাধীন দারুসা বাজার থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কর্ণহার থানার রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আসামি হাসান আলীকে তার বাড়ির পাশের একটি দোকান থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *