মোঃমাসুদ, নরসিংদী
নরসিংদীর রায়পুরা চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের মালা পরলো রুমা বেগম। ১’২’৩নং ওয়াড থেকে ১৬০৮ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন । রুমা বেগম বলেন, আমার বিজয় এটা গ্রামের সবাইয়ের জয় গ্রামের সবাই আমাকে ভোট দিয়ে বিজয় করেছেন। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার গ্রামের সবার পাশে থাকবো এবং সবার সাথে মিলে মিশে কাজ করব। গ্রামের প্রতিটি মানুষের সুখ দুঃখে সাথি হয়ে, তাদের পাশে থাকবো এটাই আমার একমাত্র লক্ষ ।