কুমিল্লা-ময়মনসিংহে শান্তিপূর্ণ ভোট হয়েছে: সিইসি –

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ময়মনসিংহ সিটি নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি ।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ময়মনসিংহ সিটি নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন এবং পটুয়াখালী, বরগুনা, মুন্সীগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপনির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ১৮টি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। কয়েকটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং কয়েকটিতে ব্যালটে ভোট গ্রহণ করা হয়।

ময়মনসিংহ ও কুমিল্লা সিটির বাইরে তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন ১৯০টি, জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপনির্বাচনে লড়েন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *