সৌদি আরবে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করায় পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।
মঙ্গলবার (৫ মার্চ) মক্কা নগরীতে তাদের দণ্ড কার্যকর করা হয়। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে থেকে জানা গেছে, ওই পাকিস্তানিদের হাতে নিহত বাংলাদেশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটিতে হামলা চালানোর সময় বাংলাদেশিসহ দুই নিরাপত্তারক্ষীকে বেধড়ক পেটান ওই পাকিস্তানিরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশির মৃত্যু হয়।
এ ঘটনায় তদন্ত শুরু পর পাঁচ পাকিস্তানিকে বিচারিক আদালতে পাঠালে তারা দোষী সাব্যস্ত হলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা আবেদন করলে সর্বোচ্চ আদালত সেটি খারিজ হয়। এরপর মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মক্কায় শিরশ্ছেদের মাধ্যমে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।