‘এই কষ্ট না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক’: এফবি স্ট্যাটাসে পরিমণি –

Uncategorized
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বিনোদন ডেস্ক:

মেজাজ হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অকথ্য ভাষায় গালি দিয়ে ক্ষোভ উগড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। তবে ঠিক কার ওপর ক্ষোভ ঝাড়লেন সেটি ঠিক বোঝা যায়নি। অবশ্য দেশের মিডিয়া পাড়ার কোনো একজনের নিন্দনীয় কর্মকাণ্ডে তিনি চটেছেন বলে কিছুটা ধারণা করা হচ্ছে।

রোববার দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যে ঘেরা একটি স্ট্যাটাস দেন পরীমনি।

ওই স্ট্যাটাসে অকথ্য ভাষায় গালি দিয়ে পরী লিখেছেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক… (অপ্রকাশ যোগ্য)। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিলো। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

পরিমণীর রহস্যে ঘেরা এই স্ট্যাটাস দেখে কী হয়েছে, তা কমেন্টে জানতে চান ভক্তরা। কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেননি পরিমনি। কাকে উদ্দেশ্য করে হঠাৎ তার এমন পোস্ট, সেই রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।

এদিকে পরিমনির কমেন্টে দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট করলে বোঝা যায় বিষয়টি তিনি জানেন। সেখানে চয়নিকা লেখেন, খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা না কি? পরীমনি কী আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *