জন্মভূমি ডেক্স
রাজশাহী র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। গতকাল রোববার দিবআগত রাত ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার সোনারপাড়া এলাকায় এ অভিযান চালায় র্যাব।
আটককৃত মাদক কারবারীর নাম রানবীর জাহান (২৮)। তিনি পবার সবসার এলাকার শাহজাহানের ছেলে। অভিযানে ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
আজ সোমবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে- এক মাদক কারবারী গাঁজা নিয়ে মোটরসাইকেল যোগে মোহনপুর হতে ধোপাঘাটা বাজারের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র্যাবের দল মোহনপুর থানার সোনারপাড়া এলাকায় চেকপোষ্ট বসায়। চেকপোষ্ট পরিচালনাকালে মোটরসাইকেলের চালককে সংকেত দেয়া মাত্র তিনি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার কাছে তল্লাশী চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার হয়। আটককৃতকে মোহনপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে