—————————————————-
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে, নরসিংদী সদর উপজেলা বাসীর দোয়া ও ভালো বাসা কামনায়,,,
যার উৎপত্তি এক রাজনৈতিক পরিবারে, তিনি সেই আদর্শ বাবার আদর্শা কণ্যা, তিনি বাবার শিক্ষায় শিক্ষিত এবং মার্জিত যার পরিচয় তিনি শুধু নিজে নয়,শিলমান্দীর কৃতি
সন্তান যার অস্তিত্ব ও কৃতিত্ব শিলমান্দী বাসী আজীবন মনে রাখবেন তিনি হলেন শিলমান্দী ইউনিয়নের গর্ব মরহুম আলহাজ্ব মিজানুর রহমান ( সাবেক মেম্বার ) শিলমান্দী ইউনিয়ন পরিষদ, তিনি প্রথমে নরসিংদী সদর থানা আওয়ামীলীগের কৃষক লীগের সভাপতি সৎ ও উদ্দীপনার সাথে দায়িত্ব পালন করেন। এবং পরবর্তীতে তিনি শিলমান্দী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ১৯৯১ সন থেকে ২০১১
সন টানা ২০ বছর পর্যন্ত জনগনের ভালো বাসায় শিলমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বারের দায়িত্ব পালন করেন ও ২০০৮ – ২০১১ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দৃঢ়তার সাথে পালন করছেন। শিলমান্দি ইউনিয়ন বাসীর সুখ দুঃখ নিয়ে তিনি সবর্দা ভাবতেন এবং রাস্তাঘাট ও সমাজব্যবস্হায় তার কোনো বিকল্প ছিলো না,তিনি ছিলেন অসহায়ের মানুষের নয়নের মণি, সামাজিক শান্তি শৃঙ্খলা কার্যকলাপে তার ভূমিকা ছিলো
অপরিসীম।তিনি ৯ই জুলাই ২০২০ বৃহস্পতিবার দিবাগত রাত দুনিয়ার মায়া ত্যাগ করেন উপরওয়ালার ডাকে।
এমনই যোগ্য বাবার সুযোগ্য কণ্যা শিলমান্দী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং তিন তিন বারের ম্যানেজিং কমিটির সদস্য পাঁচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয়।
জনাবা আঞ্জুমান রহমান রিচি
নরসিংদী সদর উপজেলার উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে তিনি বলেন আমি আমার বাবার আদর্শকে মাথায় রেখে নরসিংদী সদর উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থেকে স্মার্ট নরসিংদী গড়াই আমার লক্ষ।